OrdinaryITPostAd

শিরক কাকে বলে- শিরকের ভয়াবহ গুনাহ থেকে বাঁচার উপায়


আপনি যদি শির্ক সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য এই পোস্টটি শেষ হতে না হতে আপনি শিরক কি,কত প্রকার,শিরক এর ভয়াবহ গুনা থেকে বাঁচার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।


পোস্ট সূচিপত্রঃশিরক কাকে বলে- শিরকের ভয়াবহ গুনাহ থেকে বাঁচার উপায়

  • শিরক কাকে বলে
  • আমাদের সমাজে প্রচলিত কিছু শিরক
  •  শিরকের ভয়াবহ গুনাহ থেকে বাঁচার উপায়  

শিরক কাকে বলে ঃ

আমরা জানি এই পৃথিবীতে, মানুষ ,পশু পাখি, জীবজন্তু , গাছপালা যা আছে সবগুলো আল্লাহর সৃষ্টি। আর এগুলো অন্য কেউ সৃষ্টি করেছে এটা বলাই হচ্ছে শিরক। আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব কথাটি হচ্ছে শিরক। আল্লাহর সাথে কাউকে শরিক করা এটি অনেক বড় ধরনের পাপ বা জুলুম। আল্লাহ চাইলে সবকিছু ক্ষমা করে দিতে পারি কিন্তু শিরকের কোন ক্ষমা নেই। আল্লাহ কোরআন শরীফে তা বলে দিয়েছে।

শিরক বা কুসংস্কার মানা ,অপরকে মানতে বলা ,মুরব্বীরা করেছেন তাই মানা - শিরকের অন্তর্ভুক্ত কেউ যদি কোন আমল করে যার আদেশ নবী সাল্লাল্লাহু সাল্লাম করেননি তা বাতিল -( সহীহ মুসলিম খন্ড -২ )

আমাদের সমাজে প্রচলিত কিছু শিরক ঃ

১. ঘরে থেকে বের হয়ে বিধবা নারীর চোখে পড়লে যাত্রা অশুভ হবে মনে করে।
২. ঘরের চৌকাঠে বসা যাবে না মনে করা।
৩. প্রেম ভালোবাসায় কোন পাপ নেই মনে করা
৪. বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয় মনে করা।
৫. বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাত উঠবে মনে করা।
৬. মাথা নেড়া বা চুল খুব ছোট রাখা নেকির কাজ মনে করা।

৭. কোন বিশেষ পাখি দেখলে বা ডাকলে আত্মীয় আসবে মনে করা।
৮. বাড়ি থেকে বাহির হওয়ার সময় খালি কলস,কালো বিড়াল,ঝাড়ু দেখলে যাত্রা অশুভ হবে মনে করা।
৯.খাবার পর যদি কেউ গা মোচড় দেয় ,তবে খানা কুকুরের পেটে চলে যাই মনে করা।
১০. ঘর থেকে বের হয়ে পিছন দিকে ফিরে তাকানো বা ডাকা অশুভ মনে করা।
১১. খাবার সময় হেঁচকি উঠলে কেউ স্মরণ করছে মনে করে।
১২. বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হবে মনে করা।
১৩. ভাইবোন মিলে মুরগি জবাই করা যাবে না মনে করা।
১৪ ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না মনে করা।
১৫. খালি মুখে মেহমান ফেরত গেলে অমঙ্গল হয় মনে করা।
১৬. কুরআন মাজীদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল ,লবণ দিতে হয় মনে করা।
১৭. পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবেনা খেলে পরীক্ষায় শূন্য পাবে মনে করা।
১৮. মুরগির মাথা খেলে মা-বাবার মৃত্যু দেখবেন না মনে করা।
১৯. জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে মনে করা।
২০. রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে মনে করা।
২১. রাতে বাশ কাটা যাবে না মনে করা।
২২. রাতে গাছের পাতা ছিড়া যাবে না মনে করা।
২৩. হাত  চুলকালে টাকা আসে মনে করেন।
২৪.  পীর কবরে জীবিত তারা মুরিদের বিপদে সাহায্য করে বিশ্বাস করা।
২৫. কুকুর কামড়ালে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয় মনে করে।
২৬. রাতের বেলা কাউকে সুই ও সুতা দিতে হয় না মনে করা।
২৭. খালি ঘরে সন্ধ্যার সময় বাতিদিয়ে দিতে হয় না হলে ঘরে বিপদ আসে মনে করা।
২৮. মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি বা জবাই করা যাবে না মনে করা।
২৯. পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হবে মনে করা।
৩০. বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে মনে করা।
৩১. বাচ্চাদের শরীরে লোহা বা তাবিজ থাকতে হবে মনে করা।
৩২. ছোটরাই শুধু বড়দের সালাম দিবে,বড়রা দিবেনা মনে করা।
৩৩. হোঁচট খেলে মনে করা ভাগ্য দুর্ভোগ আছে।
৩৪. হাত থেকে প্লেট পড়ে গেলে  মেহমান আসবে মনে করা।
৩৫. নতুন স্ত্রী কোন ভালো কাজ করলে শুভ লক্ষণ মনে করা।
৩৬. ফরজ গোসল না করলে ঘরের কাজ করা যাবে না মনে করা।
৩৭. তিন রাস্তার মোড়ে বসতে নেই মনে করা।
৩৮. রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই মনে করা।
৩৯. মানুষ মরে ভূত হয় মনে করা।
৪০. কাউকে ধর্মের ভাই বোন, মা বাবা ডাকলেই আপন হয়ে যাই, মনে করা।

 শিরকের ভয়াবহ গুনাহ থেকে বাঁচার উপায় ঃ

শিরক হচ্ছে মহান আল্লাহর তালার সাথে কাউকে শরিক করা । মহান আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব করা। মহান আল্লাহতালা কোরআন শরীফে বলে দিয়েছে পৃথিবীর সব কিছুর পাপ করলে ক্ষমা করে দেয়া হবে কিন্তু শিরকের কোন ক্ষমা নেই ।


আল্লাহর সাথে কাউকে শরিক করতে অনেক কোরআন ও আল হাদিসে নিষেধ করেছেন। এটি হচ্ছে অনেক বড় ধরনের পাপ ও মারাত্মক অপরাধ। আল কোরআন ও আল হাদীসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন। কারণ শিরক এর মত এত বড় ধরনের পাপ আর কোথাও নেই । মহান আল্লাহ তায়ালা কোরআন শরীফে বলে দিয়েছেন পৃথিবীর সব পাপ ক্ষমা করলেও শিরকের পাপ ক্ষমা করবেন না।

তার জন্য আমাদের প্রতিনিয়ত শিরক থেকে বাঁচতে হবে।হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম  আমাদের সকলকেই যে আদেশ দিয়েছে সেগুলো পালন করতে হবে এবং যে গুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে।









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪