OrdinaryITPostAd

গরুর পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়

আপনি যদি গরু ও ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য আপনি যদি এই পোস্টটি পড়া সম্পন্ন করতে পারেন তাহলে গরু ও ছাগলের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

পোস্ট সূচিপত্র -গরুর পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়

    গরুর পেট কেন ফাঁপে - 

    একটি সাধারন সমস্যা গরুর পেট ফাঁপা।গরুর পেট ফাঁপা হয় নানান কারণে। বিশেষ করে কোন প্রকার খাবার খাওয়ার পরে সে খাবার হজম না হলে গরুর পেট ফাঁপে যেতে পারে। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনার গরুর পেট ফাঁপা হলে কিভাবে তার সমাধান করা যায় 

    আরো পড়ুন - গরুর চর্মরোগ ভালো করার ঘরোয়া উপায়

    পেট ফাঁপা কি - যখন কোন গরু কোন জমিতে বা চরণ ভূমিতে উচ্চ পুষ্টিগুণ ও লিগিউম সমৃদ্ধ ঘাস খায় ঠিক তখনই গরু,ছাগল,ভেড়ার গরুর পেট ফাঁপা হতে পারে।দ্রুত হজমশিল ও সিম জাতীয় কিছু ঘাস গরুর মুখে বুদ বুদ বা ফেনা সৃষ্টি করে।এই ফেনাতে রুমিন তৈরি হলে তা রোমানের গ্যাসকে ক্ষুদ্র ক্ষুদ্র বুদবুদ এর মধ্যে আটকে ফেলে।যার ফলে গরুর পেটের গ্যাস ঢেকুর দিয়ে বাইরে বের হতে পারে না।আর এ সকল কারণে গরুর পেট ফাঁপা রোগ সৃষ্টি হয়।

    গরুর পেট ফাঁপার লক্ষণ  - 

    • গরুর বাম পেটের পরিধি বৃদ্ধি পাবে।
    • ক্ষুধা মন্দা থাকবে।
    • নড়াচড়া করতে একটু আকটু সমস্যা হবে।
    • কণ্ঠস্বর পরিবর্তন হবে এবং কণ্ঠস্বর বিকৃত হয়ে যাবে।
    • চোখ ফুলে যাবে।
    • গরু পেশাব ও পায়খানা করার চেষ্টা করবে কিন্তু তা করতে পারবে না
    • দ্রুত শ্বাস ও প্রশ্বাস নেবে।
    • গরু মুখ খোলা দেখে জিহ্বা বের করে দিবে।
    • মাটিতে পড়ে যাবে।
    • পেট ফাঁপা কারণে গরুর নাড়ি -ভুঁড়ি গ্যাসের চাপে ফুলে যাবে।
    • ফুসফুস হৃৎপিণ্ডকে চাপ সৃষ্টি করবে পরে রক্ত চলাচল বন্ধ করে দিবে।
    • শেষ পর্যন্ত গরু ,ছাগল ,ভেড়া এই সবগুলো প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটে যাবে।

    গরুর মাঝারি পেট ফাঁপা হলে করণীয় - 

    •  যত দ্রুত সম্ভব পারা যায় একজন অভিজ্ঞ পশু ডাক্তারের কাছে গরুটিকে নিয়ে যেতে হবে।
    • যদি গরুর পেটে যদি খুব বেশি পরিমাণে গ্যাস সৃষ্টি হয়ে একদম কাহেল হয়ে যায় তাহলে একটা টিউব এর মাধ্যমে গরুর পেট থেকে সমস্ত গ্যাস বের করে দিতে হবে।
    • গরুর পেট ফাঁপা থাই গরুকে এন্টি ব্লোট প্রিপারেশন খাওয়ালে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।
    • এন্টি ব্লোট প্রিপারেশন খাওয়ানোর সময় একটি দিকে খেয়াল রাখতে হবে যেন পশুটি নাড়াচাড়া করে।এন্টি ব্লোট প্রিপারেশন খাওয়ার পর গরুটি নাড়াচাড়া করলে রুমেনের গ্যাসের সাথে মিশে ভালো করে তা কাজ করবে।
    • এন্টি ব্লোট প্রিপারেশন খাওয়ানোর সময় আরেকটি দিকে খেয়াল রাখতে হবে। যেন গরুটি এক জায়গায় দাঁড়িয়ে না থাকে। গরু টি যদি মাটিতে শুয়ে পড়ে তাহলে গরুটিকে মাটিতে থেকে তুলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করাতে হবে।

    গরুর মারাত্মক পেট ফাঁপা হলে করণীয় - 

    • গরুর পেট ফাঁপার মত সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব একজন পশু বিশেষজ্ঞর কাজ থেকে পেটে সমস্ত গ্যাস বের করে নিতে হবে।
    • গরুর পেট ফাঁপা দেখা দিলে চিকিৎসা পদ্ধতি ও কি পরিমাণ ওষুধ খেতে হবে তা ওষুধের গায়ে লিখে রাখা থাকে। আর তারপরও একজন চিকিৎসক বা ভালো বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেয়া উচিত।
    • যদি গরুর পেট ফাঁপা মারাত্মক অবস্থা হয়ে থাকে, তাহলে সয়াবিন তেল ২০০-৫০০ মিলি লিটার বা প্যারাফিন তেল ১৫০-২৫০ মিলিলিটার খাওয়ালে খুব ভালো প্রকার পাওয়া যাবে ।
    • অনেক সময় দেখা যায় কেনুলা করালেই তা যথেষ্ট হয় না। এর জন্য গরুর পেটে জীবাণু ও পরিষ্কার রাখতে গরুর পেটে ধারালো ছুড়ি দিয়ে ১২-২০ সেন্টিমিটার কাটতে হবে এবং পেটের সমস্ত হজম না হওয়া খাবার গুলো হাত দিয়ে বের করে দিতে হবে।
    • গরুর পেট ফাঁপা যদি মারাত্মক অবস্থায় দেখা দেয় তাহলে , একজন গরু বিশেষজ্ঞ কে না ডেকে আপনি নিজ উদ্যোগেতা করতে পারেন। এরপরে একজন বিশেষজ্ঞ ডেকে পেটে সমস্ত গ্যাস বের করে , পেটের সমস্ত আবর্জনা বের করে গরু পেট পরিষ্কার করে নিতে হবে। তারপরে গরুর পেট ভালো করে সেলাই করে দিতে হবে। তারপর প্রয়োজনমতো এন্টিবায়োটিক খাওয়া হবে।

    গরুর পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় - 

    খাবার সোডা- আপনার গরুর যদি পেট ফাঁপা  হয় তাহলে আপনি খাবার সোডা খাওয়াতে পারেন। এতে আপনার তৎক্ষণাৎ পেট ফাঁপা ও পেট বদহজম ভালো হয়ে যাবে। আপনি গরুর ঘাস বা দানাদার খাবারের সাথে খাবার সোডা মিশিয়ে গরুকে খাওয়াতে পারেন। এতে খুব জলদি পেট ফাঁপা ও পেট বদহজম ভালো হয়ে যাবে।

    সফট  ড্রিংক - আপনার গরুর যদি পেট ফাঁপা  হয় তাহলে আপনি সফ ড্রিংক খাওয়াতে পারেন যেমন প্রাণ আপ, সেভেন আপ,স্পিড,টাইগার,লেমন,মোজো,ফুটিকা,জিরা পানি ইত্যাদি।আপনার গরুর যদি কখনো পেট ফাঁপার মত সমস্যা দেখা দেয় তাহলে যে কোন একটা ২০০-৫০০ গ্রামের একটি সফট ড্রিংক নিয়ে এসে গরুকে খাইয়ে দিলে আশা করা যায় গরুর  পেটে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে।

    গ্যাস ট্যাবলেট - আপনার গরুর পেটে যদি পেট ফাঁপা  বা বদহজম দেখা দেয় তৎক্ষণাৎ আপনি  একজন ভালো ডাক্তার পরামর্শ নিয়ে গ্যাস ট্যাবলেট খাইয়ে দিতে পারেন এতে আশা করা যায় গরুর পেট ফাঁপা দূর হয়ে যাবে।

    আদা - আপনার গরুর পেটে যদি পেট ফাঁপা তাহলে আপনি আদা খাওয়াতে পারেন। আদাতে থাকা এন্টিবায়োটিক ও এন্টিঅক্সিডেন্ট গরুর পেটের বদহজম বা পেট ফাঁপার মতো যাবতীয় সমস্যা দূর করে দিতে পারে।একটি বড় আদা নিয়ে সেটা পাঠাতে ভালো করে বেটে নিয়ে সেই আদাটুকু একটি গ্লাসে নিয়ে গরুকে খাইয়ে দিতে হবে। এতেই আশা করা যায় পেট ফাঁপার মতো সমস্যা দূর হয়ে যাবে

    গরুর পেট ফাঁপা কমানোর ওষুধ  - 

    • Magplus
    • Bovl -n vit
    • Bovitec
    • romi care
    • Blot stop vet
    • Blotneel  vet
    • Noblot  vet
    • Gas blue  vet 
    • Parafin vet Plus 
    • Rumen- E 
    • Bodycare
    • Magvet-Plus 500 gms
    • Oxycon-S Vet 500 

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url

    এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

    এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

    এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

    এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪